রহমত নিউজ 08 September, 2025 10:34 AM
চট্টগ্রামের হাটহাজারীতে কথিত মাজারপন্থী সুন্নী সন্ত্রাসী হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।
তিনি বলেন, যুগ যুগ ধরে বিভিন্ন ধর্ম ও মতাদর্শের মানুষ অত্যন্ত শান্তিপুর্ণ ভাবে বাংলাদেশে বসবাস করে আসছে। কিন্তু বর্তমানে তৃতীয় একটি কুচক্রী মহল সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিগত জুলাই গণঅভ্যুত্থানের পর পতিত সরকারের সুবিধা ভোগী দালালরা গোপনে যে কোনো প্রোগ্রামে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ঝগড়া বাঁধিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করে যাচ্ছে। মাজার পন্থী সুন্নি নামের বেদাতিদের অধিকাংশই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দলের লোক। আবার ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশে ফেরানোর গভীর ষড়যন্ত্র চলছে।
রোববার (৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
তিনি অবিলম্বে হাটহাজারী মাদরাসার ছাত্রদের উপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের নিকট জোর দাবি জানিয়ে বলেন,বিশৃঙ্খলা যে নামেই হোক বরদাস্ত করা হবে না। সাংস্কৃতির নামে অপসাংস্কৃতি,ধর্মের নামে যেকোন ধরনের শিরক,বিদায়াত ও অসামাজিক কার্যকলাপ ৯২ভাগ মুসলমানদের বাংলাদেশে চলতে দেয়া হবে না।
অপরদিকে রাজবাড়ীতে নুরা পাগলার লাশ পোড়ানো এবং পবিত্র কাবা ঘরের আদলে মাজার তৈরি করে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাওয়ার ঘটনা খুবই আপত্তিকর ও দুঃখ জনক। যেকোনো ঘটনায় আলেম-ওলামাদেরকে ফাঁসানোর চক্রান্ত বন্ধ করতে হবে। রাজবাড়ীতে যা ঘটেছে স্থানীয় প্রশাসন এর দায় এড়াতে পারে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আগে থেকেই প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে এই বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হতো না বলে মনে করেন তিনি।
আইন শৃঙ্খলার দুর্বলতা ও চরম অবনতির কারনে সারা দেশে আলেম - ওলামাসহ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় দেশবাসী উদ্বিগ্ন। তিনি সুনামগঞ্জ ও ভোলায় আলেম হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।